মানবতাবাদী কবিতা —৩০
'নীল আকাশের নীচে এই পৃথিবী'
তু ল সী দা স মা ই তি
'নীল আকাশের নীচে এই পৃথিবী ' - এই গান ভেসে এলে
যাদের মুখ মনে পড়ে
তারা আজও যুদ্ধ করতে শেখেনি।
অজস্র কান্নার জলে ভেসে গেছে তাদের কষ্টে গড়া সাঁকো।
বিবিধ ঝড়ে ভাগ হয়ে গেছে মানুষ ও মানুষের ভালোবাসা।
ছোপছোপ দুর্বলতা বাসা বেঁধেছে তাদের ভাঙা শরীরে।
প্রকাণ্ড পৃথিবীও তাদের দিকে তাকায় না।
যদিও বা তাকায় তাতে করুণার ক্ষতদাগ লেগে আছে।
নতজানু মানুষ উদরের আগুন নেভাতে নেভাতে লড়াই ভুলে গেছে।
তারা হাত পেতে আছে আজও আকাশের কাছে নয়, রাজার কাছে।
তারাও তো জীবন ভালোবাসে!
নীল আকাশের নীচে যে নি:শব্দ ক্রন্দন ধ্বনি আসলে তা সঙ্গীত,
অদৃশ্য অতল থেকে ভেসে আসা
হেমন্তের গান - 'শুনেছ কি মানুষের কান্না'?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন