পিতৃদিবস
তপনজ্যোতি মাজি
দক্ষিণের জানালাটি খোলা। বাতাস স্বজনের মতো
এসো। সব অভিমান ক্ষমা হয়ে ঝরে। সন্তানের
জন্যে প্রার্থনা কর ছায়া।
আজ কোনো নির্বাচিত কথা নয়। বিশ্বাসে অবিচল
থাক ভাসমান ভেলা। অঙ্কুশে বিদ্ধ মহাকাল।
জন্মান্তর জ্যোৎস্নার মতো ধুয়ে দিচ্ছে ঘর।
তুমিও সন্তান। আমিও-তো তাই। মহানিম বৃক্ষের
মাথার উপর ভ্রুসন্ধি থেকে খসে পড়া চাঁদ।
স্নেহ গলে জল হয় অবেলায়।
অন্তরীক্ষে কারা এসে দাঁড়িয়েছে সারিবদ্ধ স্তম্ভের
মতো চুপচাপ। ছাতিমের শাখায় ঘনিয়েছে
অন্ধকার। সম্পর্ক হোক স্নেহ ও শ্রদ্ধার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন