লেবেল

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ২৪।। আমার সত্তা তোমার আদর্শ" — কার্ত্তিক মণ্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


             ।।  প্রতিদিন বিভাগ।। 

      ।।  নভেম্বর সংখ্যা।। 

      ।।  বিষয় - বাবা— ২৪।।




 আমার সত্তা তোমার আদর্শ" 

  কার্ত্তিক মণ্ডল       


বাবা-----চোখের পাতা খুললেই, 
তোমার ছবি দেখি
হাস‍্যদীপ্ত ছবি;
ঘর্মাক্ত কলেবরে আকাশে হাসা চাঁদের মত আলো
কর্ম ব‍্যস্ততার মূর্তিমান দেবতা তুমি
তোমার ছোট্টো সংসারটা স্বর্গ করতে চেয়েছ ,
চেয়েছ সবার মুখে শান্তির হাসি ফুটাতে
কি নির্বিকার প্রচেষ্টা ;
কি অক্লান্ত পরিশ্রম !
কখনো তোমায় বিরক্ত বা দুঃখিত হতে দেখিনি
নদীর জলের মতো চলকে পাড় ছোঁয়
কখনো অনাদর পাইনি 
কি নিরলস উচ্ছ্বাস অভিব‍্যক্তি
তোমার ভেতরে কি প্রাণবন্ত প্রেরণার স্রোত
সব সময় ভাসিয়েছে আমাকে
ব‍্যর্থতার সোপান‌ই সার্থকতার সিঁড়ি
বারবার মনে করিয়েছ তুমি
তোমার বিছানো ভিত‌ই আমার প্রতিষ্ঠা
আমার এগিয়ে চলার রসদ
আমার সত্তা তোমার আদর্শ
আমার জীবন যাত্রার পথ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন