মানবতাবাদী কবিতা -২৮
জ্ঞানের আলো
ফটিক চৌধুরী
ঢলে পড়েছে সূর্য
গোধূলির আবেশে
এবার সারারাত
তার অনুপস্থিতি।
কেউ কি ডেকে আনে ?
সূর্য নিজ দায়িত্ববোধে
দিনকে ঠিক ডেকে নেয়।
একটি মানুষ
সে সূর্য হতে পারে না
যতক্ষণ না সে আলো দিচ্ছে
জ্ঞানের আলো
এটাই মানবিক দিক।
খুব সুন্দর কবিতা। একেবারে সঠিক উপলব্ধি।
উত্তরমুছুন