লেবেল

রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -২৮।। জ্ঞানের আলো — ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


মানবতাবাদী কবিতা -২৮



জ্ঞানের আলো

ফটিক চৌধুরী

ঢলে পড়েছে সূর্য
গোধূলির আবেশে
এবার সারারাত
তার অনুপস্থিতি।

কেউ কি ডেকে আনে ?
সূর্য নিজ দায়িত্ববোধে
দিনকে ঠিক ডেকে নেয়।

একটি মানুষ
সে সূর্য হতে পারে না
যতক্ষণ না সে আলো দিচ্ছে
জ্ঞানের আলো
এটাই মানবিক দিক।

1 টি মন্তব্য: