লেবেল

সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -৩৬।। অশোক রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




পৌষ এল ঘরে -৩৬

অশোক রায় 


১.

পৌষ


ঘোমটা মুড়ে আসতে ছিলাম গো বাধার পর বাধা পেরিয়ে

ঝড়ের লালচোখ বৃষ্টির ঝিরঝিরানি জমা জল আরো কত কি

গাঁয়ের মেয়ে বড় লইজ্জা বাইরে বেরোই কম বচ্ছরে এই একবার  

যেখন চারদিক থাকে কুয়াশায় ঢাকা খেজুরের চাকে কলসি বাঁধা

বেলা হলি কি সুন্দর লাগে নির্মেঘ আকাশের উজ্জ্বল চাহনি

শুকনো ক্ষেতে সরষের ফুল পরমানন্দে দোলে প্রান্তরময়

এখন আমার কোনো কাজ লাই ছুট্টি গো ছুট্টি

আমি তখন ছোট্ট মেয়ে আঙন জুড়ে দাপাই নাচি গান গাই

আলের পাশে রেলগাড়ি ধায় রিমিকিনি ঝিমিকিনি ধা…

ওই কে যেন আসতেছে নলেন-কাঁধে, মোর আদরের বুড়ো বাপ্‌ না?    

                                         

  



এলো যে শীতের বেলা


এখন আমি দশদিগন্ত উদ্বাহু হয়ে নৃত্য-চঞ্চলমান   

নীল চোখে সবুজ প্রেম নির্লিপ্ত চরাচর একটানা বক্ররেখা

ধোঁয়াশায় কাটে শীতের রাত, সকাল চোখ বুঁজে পাশ ফেরে  

ভেবে নাও আছ হাইবারনেশনে শুধু মন-মেল কাজ করে

রোদ আর হাওয়ায় কেমন বলবর্ধক পিকনিক-পিকনিক গন্ধ  

একা একাই মেতে ওঠা যৌবন-মুখর হেঁয়ালি-মোড়া ছন্দ

স্বপ্ন-লতা জড়িয়ে ধরে ভাবনার পাখা মেলে

আমি খুশি সে আলাপের পিঠে-পায়েস বানায় উষ্ণ যত্নে

ছোট ছোট বৃষ্টির পোকা্রা নৃত্য করে আমি দুলি আনন্দে...।।

             





                         




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন