লেবেল

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল -৩।। তৈমুর খান।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



হেমন্তের সকাল -৩

তৈমুর খান




হেমন্তের পাখিগুলি


হেমন্তের  পাখিগুলি উড়ে গেছে দিগন্তের দিকে

পাতা ঝরে যাওয়া গাছে উদাসীন বিরহ অসুখে


হাতের মুঠোয় রোদ

রোদের কুয়োর ধারে এসে

আজ ভাষা পেতে চায়

আমাদের সর্বহারা বোধ


কাকে যেন কাছে ডাকি রোজ

কাকে যেন স্বপ্নে দেখি রাতে

হেমন্তের পাখিগুলি

আমাদের হৃদয়ে ডাকে।












1 টি মন্তব্য: