হেমন্তের সকাল - ২
বিকাশরঞ্জন হালদার
১.
স্বপ্ন ডাকে আয়
অঘ্রানের মাঠে আমন ধানে নিখোঁজ সময়
সুখ-সুরভিত উহ্য-হৃদয়, দন্তে উন্মীলন
বিনমিত ভোর
ঘুম-ঘোর চোখে, নিবু-আলো ঢেলে দেয়
অঙ্গে অঙ্গে কুয়াশা জড়ায়, জল-কোলাহল মেয়ে
স্বপ্ন ডাকে আয়!
২.
মাটি ছুঁয়ে দেয়
আশমানে আলো ফোটে
পৃথিবীর মাটি ছুঁয়ে দেয়
মনের গোপনে বিষাদ-প্রসন্ন প্রেম
শ্যামাঙ্গীর অঙ্গ দোদুল
বুকের পথে মুচকি আলোর দিন
খেজুরের গাছে রসের পূর্বাভাস
চোখের গোচরে টুপটাপ শুধু, কবিতার টুপটাপ
কোথায় যেন মায়া-বিভ্রম, হা-হা লুকিয়ে থাকে!
সত্যি ই বিকশিত
উত্তরমুছুন