লেবেল

সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৪।। রিসাইকেল বিন — জীবন সরখেল।।Ankurisha ।। E.Magazine।। Bengali poem in literature।।



    

       ।।  প্রতিদিন বিভাগ।। 

        ।।  জানুয়ারি সংখ্যা।। 

       ।।  দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৪।।







রিসাইকেল বিন 

জীবন সরখেল
 
'ব্যবহার করে ছুঁড়ে ফেলা' অদ্ভুত এক যুগের বাসিন্দা আজ আমরা 
প্রয়োজনের তাগিদই যেন আজকাল নিয়ন্ত্রণ করে সমস্তকিছু!
জীবন্ত দেবতা মা বাবাকেও পর্যন্ত কেবল আত্মসুখ আত্মসাৎ করতে চেয়ে নির্দ্ধিধায় অনেকেই পাঠিয়ে দেন বৃদ্ধাশ্রমে...
সব কৃতঋণ অকৃতজ্ঞের মতো আজকাল অস্বীকার করা যায় কত সহজে 
দেব ঋষিঋণ সহ পূর্বজদের অবদান স্মরণ করা যেন এক অপ্রয়োজনীয় কাল্পনিক বিলাপ আজকাল!
হৃদয়ের ফোল্ডারও সংকুচিত হতে হতে যেন ভুলতে বসেছে প্রেম দয়া মায়া স্নেহ আবেগের উষ্ণ স্রোত !
তবে যান্ত্রিক বুদ্ধিবৃত্তিই শেষকথা নয় তাই চরম ব্যবহারিক উন্নতির পরও মানুষ ভীষণভাবে অনুভব করে অবশেষে শিকড়ের টান...
গভীর খাতের শেষপ্রান্তে পৌঁছে যাওয়া অস্তিত্ব বিপন্নতার সংকটাপন্ন কাল থেকেও মানুষ ফিরে আসতে বাধ্য হন জীবনস্রোতে 
ত্যাগ-সেবা-নিঃস্বার্থপরতার মুক্ত বাতাসে তাই শ্বাস নিতে পারে সভ্যতা 
কোটি কোটি মানুষের ভিড়ে সূর্যের মতো নিঃশেষে আত্মদানের ব্রত নেওয়া কিছু মানুষ পৃথিবীর হৃদয়কে পুনরায় করে প্রসারিত...
সেই শিশির ভেজা শিউলি ভোরে নরম সবুজ ঘাস-পাখি এবং নদ-নদী-সাগর সহ পাহাড়-পর্বতের মতো উঁচু আলো-মানুষের গান আমরা কবিতার পাতায় পাতায় বুনতে থাকি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন