বছর শেষের ভাবনা
সুভাশিস সরকার
খুব বোকা তুমি,,,
কেউ বললেই সব কিছু শেষ হয়?
ঘুরে দেখো,
সব "শেষ" এর পরেই
নতুন একটা শুরু আছে নিশ্চয়।
তর্ক করেই হয়ত বলবে--
" এই জীবনের হয়না কি তবে শেষ?"
শোনো,শোনো,তবে বলে দিই শোনো,,,
" জীবন আসলে,
অমর স্মৃতির ভাসমান এক আবেশ।
যেটা পোড়ে, সেটা শুধুই শরীর
যেটা ভাসে, সেটা প্রাণ,,,
তোমার এই দেশে যখন রাত্রি,
অন্য দেশে হয়ত বা দিনমান।"
তুমি বলবে,,,
"বাজে কথা সব---"
আমি হেসে বলি,,,"শোনো---
মনের মধ্যে খেদ রাখবে না কোনও।"
তুমি বলবে—"সেকি!!!!"
আমি বলবো...
চেষ্টা করছি,,,বোঝাতে পারি কি দেখি---!"
তুমি বলবে, "বোঝাও তবে..."
আমি বলবো---
"সবটুকু শুধু রেখে দিও অনুভবে।"
"যেমন ধরো,
এই যে সেদিন---
তোমার অনামিকার থেকে
চুনী বসানো সোনার আংটি হারিয়ে গেল,
পাগলের মতো খুঁজলে ওদের
অকারণেই কাঁদলে শোকে,,,
কিন্তু বলো তো...
আংটি বিহীন অনামিকায়
তোমার জীবনে
সত্যি কি কিছু গেল,..এলো?
তোমার জীবনে
রইলো না ওরা আর---
হয়ত শূন্য থাকাই নিয়তি
তোমার অনামিকার,,,!
কিন্তু ওরা কি
নেই এই পৃথিবীতে!!
আছে,,আছে,,ওরা অন্য কোথাও
অন্য কোনো তর্জনী বা অনামিকায়...
দেখতে তুমি পেতেও পারো
হঠাৎই,, আচম্বিতে,,,।"
তুমি বললে,,,
"এই হলো মহা দোষ,..
হচ্ছিলো কথা
শরীর নিয়ে,,জীবন নিয়ে,,মৃত্যু নিয়ে,
কোনো কিছুর শেষটা নিয়ে..
নিয়ে গেলে তাকে
সোনায় মোড়া চুনীর আংটি--
কথা ঘোরালে
অন্য কারুর অনামিকায়
পরিয়ে দিয়ে।"
"মৃত্যু...?"
তাকে দেখেছো কখনও?
তুমি যা দেখেছো,
তাকে আমি বলি
জীবনের শেষ তাপ---
তারপরেই তো মৃত্যুর শুরু
অনেক দীর্ঘ সে যাত্রা পথ
তুমি আর আমি কি করে করবো
সে পথের পরিমাপ?
মৃত্যু আসলে একটা আশীর্বাদ--
জীবন-পাহাড় মূল্যহীনই
যদি না সেখানে
অপেক্ষা করে
মৃত্যুর গিরিখাদ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন