লেবেল

শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ।। আজকের কলমে — স্বামী বিবেকানন্দের জন্মদিনে —তপন বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। ।




স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি 




স্বামী বিবেকানন্দের জন্মদিনে

তপন বন্দ্যোপাধ্যায়


নির্ভীক এক বাঙালি যুবক শিকাগো ধর্মসভায়

মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেছিল জোরগলায়

বহু দূর থেকে এখানে এসেছি আমি সামান্য মানব

বলার জন্য পেয়েছি সময় জানি খুব দুর্লভ

প্রথমেই বলি সার সত্যটি শোনো সব বোন ভাই

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই;


আমার জন্ম ভারতবর্ষে সাত সমুদ্র পারে

পেরিয়ে এসেছি কত জলপথ কত ঢেউ পারাবারে

এসে শুধু দেখি কত গুণিজন কত কত দেশ থেকে

চেনাজানা নেই কারও সঙ্গেই--শ্রদ্ধেয় প্রত্যেকে

দেখি এ সভায় সমস্ত পৃথিবী মিলে গেছে একঠাঁই

সবাইকে বলি মানুষ সত্য তাহার উপরে নাই;


আমাদের দেশ ঐতিহ্যের--তার গতিধারা বেয়ে

পথে পথে ঘুরি মানুষে মানুষে মিলনমন্ত্র গেয়ে

আমাদের আছে চতুর্বেদ আর বেদান্তের মহাগান

প্রতি শ্লোকে আছে ঐক্যবার্তা, বিভেদ-পরিত্রাণ

লেখা আছে তাতে মানুষ সত্য জীবনের মূলমন্ত্র

মানবিকতাই আবরণ হোক মানবের স্নায়ুতন্ত্র;


বেদান্ত বলে প্রতি দেহকোষে বাস করে ঈশ্বর

সেই ঈশ্বরে ব্যাপৃত এই পার্থিব চরাচর

সব মালিন্য ধুয়েমুছে আছে সে বিশ্বজনীনতা

জানুক পৃথিবী ভারতের এই সহিষ্ণুতার কথা

সব প্রতিরোধ, প্রতিবন্ধক করে দিয়ে দূরছাই

বলো হে বিশ্ব মানুষ সত্য তাহার উপরে নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন