লেবেল

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫



    

       ।।  প্রতিদিন বিভাগ।। 

        ।।  জানুয়ারি সংখ্যা।। 

       ।।  দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৮।


















নক্ষত্রের প্রাত্যহিক আলো

অজিত দেবনাথ 


নির্জন পুকুরের পাশে এক মুঠো জল হয়ে দুলছ

ভাবছ ফেলে আসা গ্রামের ললিত সন্ধ্যার কথা

আমবাগানের উপর মৃণালবিহীন অন্ধকার কীভাবে জড়িয়ে ধরে স্থবির পলাশ,

কতটা নির্জনতা লেগে আছে অচেনা লতার দয়িত অনুভবে

আর আমি এই এলোমেলো রেখার

গণিতে চোখ রেখে খুঁজছি এক ফালি মাটি 

দু'একটি তিমিরবিহীন গাছ

তারই ছায়ার কুন্তলে

এক  আকাশ মেঘলা জল উড়ে যায় পাখির অনুক্ত ভিলায়

বিন্দু বিন্দু শিশির কাগজের ঠোঙা হয়ে 

ভাসে, স্বপ্নে মেশে, স্নেহের প্লাবনে  ফুল ফোটায়

এই তুচ্ছ সবুজ ভিটেয় মাঝ রাতে নেমে আসে নক্ষত্রের প্রাত্যহিক আলো 

একেবারে ভিন্ন তিমিরে, অপার ব্যবধি পার হয়ে, 

হৃদয়ের উদাত্ত প্রান্তর ডুবিয়ে-

1 টি মন্তব্য: