লেবেল

শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৯।। জীবনের বাকি রোদ — পুষ্প সাঁতরা।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    

       ।।  প্রতিদিন বিভাগ।। 

        ।।  জানুয়ারি সংখ্যা।। 

       ।।  দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -১৯।


















জীবনের বাকি রোদ  

পুষ্প সাঁতরা


সবুজ পাতার বুকে লেখা আছে
আমার জন্মের সাক্ষর
সীমিত সময়ের সোহাগ যাপন
বাতাসের চুম্বনে অনন্ত বিলাস
আলোর সঙ্গে দ্বিচারিতা করেছি দিন রাত
তবুও নির্বাকার
গর্ভকথা জানো বলেই অসম্ভব সব স্বপ্ন দেখি
দুপুরের রোদে নিজেকে ছোট দেখি
আলো সরে সরে যায়
আমিও বাড়তে থাকি
বিবর্ণ আলো সযত্নে পেরিয়ে যাই
সবুজ পাতায় হলদেটে আঁধার ভাঙে
জন্ম মৃত্যু এই দু'স্তবকে
মেঘ কুয়াশা রক্ত অশ্রু সব ছিল
তোমার আঙুলের হলুদ ছাপ গুলোর
ভিতর দীর্ঘশ্বাস মৃত প্রতিশ্রতি তবুও
হলুদ পাতার নৈকট্য পারাপার করে
জীবনের বাকি রোদ----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন