হেমন্তের সকাল -৪
শুভঙ্কর দাস
দৈব
বুকের ভেতর শস্য আছে নাকি চোখের জলে!
আমি মৃত্যুর আগে জীবনানন্দের কবিতা পড়ে
যেতে চাই,যাতে স্বর্গে সিঁড়ি নয়
মাটির ঘরে ফিরে আসতে পারি.. পূর্ণতায়...
কে আসে পাতা,শুকনো পাতায়
কে যায় সবুজ শিকড়ে,ধূসরতায়...
এইভাবে উলটে দিয়ে সকল চক্র, বেদন, ভবিষ্যৎবাণী
আমি মহাশূন্যের সংজ্ঞা জানি না,এইটুকু জানি
হেমন্তের একটি সকাল না হলে বসন্তের কোনো
আসন পাতা থাকে না, দৈব!
বেশ বেশ
উত্তরমুছুন