হেমন্তের সকাল -৫
দুর্গাদাস মিদ্যা
হৈমন্তিক হাওয়া
অন্তহীন হিম আশীর্বাদের হাত রাখে
মাঠ জুড়ে দাঁড়িয়ে থাকা পুষ্ট ধানেরউপরে।
স্নান সেরে নেয় সজীবতার স্পর্শ পেতে।
সারা খেতে ভিজে যায় হিমের ছোঁয়ায়।
ভোরের দিকে শীতের হাল্কা আমেজ জানিয়ে দেয় শীতের আগমন। ঘুমের ঘোরে টেনে নিতে হয় পাতলা চাদর শরীরের আদর বাড়াতে। ঋতু হিসেবে হারিয়েছে দর শহরে।
শুধু গ্রামে জেগে আছে প্রভাব তার ঘাসের ডগায় আর ধানের শিসে । এভাবেই হেমন্ত মিশে যায় হৈমন্তিক হাওয়ায়।
বেশ ভালো
উত্তরমুছুন