রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -১৯
সাতকর্ণী ঘোষ
১.
বলছি ঠাকুর শোনো
রবীন্দ্রনাথ বলছি শোনো
অসুখ নিয়ে বাস করি
পৃথিবীর এই চরম দিনেও
জন্মদিনে গড় করি
তোমার অমল ঘরের এখন
শুধুই জানালা খোলা
সুধাও তোমার বন্দি ঘরে
আসেনাও দইওয়ালা
পাঁচমুড়া সেই গ্রামের কথা
বড্ড মনে পড়ে
ভাবছি ঠাকুর তোমায় নিয়ে
ওই গ্রামের ওই ঘরে
জমিয়ে খাব মিঠাই পায়েস
অমল সুধাও খাবে
আমি একা নই আমার সাথে
সমস্ত দেশ যাবে।
ছবি
চোখ খুললেই মৃত্যু - মিছিল
চোখ বুজলেই কবি
মাথার পাশে গীতাঞ্জলি
হৃদয়জুড়ে রবি।
আরও পড়ুন👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_13.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন