রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি - ২০
শাহীন রেজা
রবীন্দ্রনাথ
অথচ দড়ির ওপর দিয়ে হাঁটা মানুষগুলো
কিছুতেই না ছুঁলো আকাশ না ছুঁলো মাটি–
ওদের রবীন্দ্রনাথ কী তবে শেষের কবিতা হয়ে ওঠেনি এখনও?
ব্রাহ্মপুত্রের জল গতকালও লিখেছিল উর্মিলিপি,
আজ সেখানে নেই জ্যোৎস্না-কোলাহল
শুধু সুনসান নীরবতা, বাতাসের মৌনব্রত–
বুকের ত্রিকোণ ছুঁয়ে একটি রাত পার হলো,
একটি মেঘের চাতাল ছুঁয়ে ভেসে গেল অন্যমেঘ।
তিনি ছিলেন তাই আমাদের জানালায় মুনিয়ার ঝাঁক, তিনি আছেন বলেই কবিতার যৌবনে এত জৌলুস।
রবীন্দ্রনাথ আমাদের ফুলের আগেই যেন বসন্ত বাহার, শব্দ সুরুয়ায় ডোবা চাঁদ মনিহার।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_21.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন