মেঘের দেশে
কী যে করি, কী যে করি
পাই না উপায় খুঁজে
মেঘের দেশে যাই হারিয়ে
চোখ দুটি তাই বুজে।
মেঘের দেশে মেঘ গেল কই
কোথায় সবাই বসে
আমায় দেখে মেঘ কি আজ
পালালো নিমিষে?
ইচ্ছে আমার
ইচ্ছে আমার অনেক দিনের
চড়ব ঘোড়ার গাড়িতে
ঘোড়া নিয়ে ছুটব আমি
রাজা-রাণীর বাড়িতে।
রাজার মুকুট পড়ব আমি
সাজব রাজার মতন
সবাই আমায় ভাববে রাজা
করবে আদর যতন।
৩
বৃষ্টি নামে
বৃষ্টি নামে, বৃষ্টি নামে
সকাল দুপুর রাতে
বর্ষাকালে বৃষ্টি নামে
ব্যাঙরা খুশি তাতে।
বৃষ্টি নামে, বৃষ্টি নামে
পুকুর-নদী ভরে
বর্ষাকালে বৃষ্টি নামে
হাঁসরা খেলা করে।
মোহম্মদ অংকনের তিনটি শিশুতোষ ছড়া পড়লাম l ভালো লাগলো l সম্পাদক বিমল মন্ডল কে ধন্যবাদ l তিনি অত্যন্ত বাছাই করে অঙ্কুরিশার পাতা সাজিয়ে দিচ্ছেন l কারণ বেশ কয়েকটি ই ম্যাগাজিনে দেখছি যারা ছড়ার কিছুই বোঝেনা, এক্কেবারে নতুন লিখিয়ে তাঁদের ছড়া আমাদের লেখার পাশে দিয়ে আমাদেরই লজ্জায় ফেলে দেন l সেদিক থেকে আপনারা অনেক বেশি পরিশীলিত l আপনাদের অভিনন্দন l শুভ কামনা জানাই l
উত্তরমুছুনধন্যবাদ জানাই আপনাকে
উত্তরমুছুনধন্যবাদ জানাই আপনাকে
উত্তরমুছুন