লেবেল

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১২।। তন্দ্রা ভট্টাচার্য্য -র লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১২।।




তন্দ্রা ভট্টাচার্য্য -র  লিমেরিক 



১.

আগুন নিয়ে যতদিন খেলা

                    

আগুন নিয়ে যতদিন খেলা সংসারের পড়ন্ত বেলা

ভাসা ভাসা সব কাজ হলো, দেখা হলোনা রঙিন মাছের খেলা

ভুলগুলো সব ফুল হয়ে ফোটে কোথায় প্রেম লুকোই

মোম রঙে সব সত‍্যি ছবি ঢাকি, চোখের জল এভাবেই শুকাই।

শুকনো কাপড় বর্ষা এসে ভিজিয়ে দিল এই বেলা।




২.         
 যদি তোমার দেখা পাই 
                                 
হঠাৎ দেখা হলে আমি হব সেই দুপুরচণ্ডী ফুল
কৌতূহল মেখে তারকাঁটা হবে রঙিন সুতো বিলকুল
পোয়াতি মেঘের ভেতর আমার প্রাচীন সঞ্চয় /
খাতা খুললেই কত পাখি আসে আমিও উড়তে চাই
মিথ‍্যা ভালোবাসার আলো দিন থেকে উড়ে গেল বুলবুল।
                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন