।। প্রতিদিন বিভাগ।।
।।জুন সংখ্যা।।
।।বিষয় -' রথযাত্রা'—২।।
রথযাত্রা
সুব্রত চৌধুরী
ইলশেগুঁড়ি বিষ্টি ভেজা
কালো পিচের পথ,
মোক্ষলাভের আশায় ভক্ত
টানে প্রভুর রথ।
রথের ভেতর বসে আছেন
জগৎ প্রভু ওই,
হাতে হাতে বিলোয় প্রসাদ
নকুলদানা খই।
জগৎ প্রভুর ছবিখানি
ফুলে ফুলে সাজে,
হরিনামের সুরে সুরে
খোল করতাল বাজে।
নোলক নাকে সুভদ্রার ওই
হাসিমাখা মুখ,
রথের দড়ি টেনে ভক্ত
পায় যে অপার সুখ।
রথের চাকা কাদা মাখা
বৃষ্টি নামে ঝুপ,
জগৎ প্রভুর আশীষ পেয়ে
ভক্ত খুশি খুব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন