লেবেল

শুক্রবার, ২০ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৩।। রথযাত্রা ও বৃষ্টিধারা — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৩।।



রথযাত্রা ও বৃষ্টিধারা

গোবিন্দ মোদক


বুক পকেটে বর্ষা নিয়ে বের হয়েছি 

রথতলার উদ্দেশে —

টগর হাসনুহানা স্নান সেরে সতেজ; 

কচুবনে ব্যাঙেদের মহোল্লাস;

ওরা জানে না আজ মানুষদের রথযাত্রা এবং 

জিলিপি পাঁপড় ঘুঘনির জমকালো আয়োজন;

ভিজে মাথায় রথের দড়ি টানার ইতিহাসও

ওদের নিতান্তই অজানা;

তবু সৃষ্টিসুখের উল্লাসে ওদের বৃন্দগানে

মাতোয়ারা হরিহরপল্লী পেরিয়ে 

আমি পৌঁছে যাই কাঙ্খিত রথতলা প্রাঙ্গনে। 

ইতিউতি জলকাদা। দোকানীরা বিভ্রান্ত। 

পুণ্যার্থীরা এলোমেলো পদক্ষেপে দিশেহারা।

ওদিকে রথারূঢ় জগন্নাথ নির্বিকার। 

বলরাম, সুভদ্রা চেয়ে থাকে দূরে… । 

ধূপের গন্ধে পূজারীর হিসাবনিকাশ 

অনেকটাই এলোমেলো।

মাইকের গান ছাপিয়ে বাজ পড়ে ক্কড়-ক্কড়!

ছিপছিপে বৃষ্টি এখন মুষলধারা।

রথযাত্রা আর বৃষ্টিধারা একাকার হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন