।। প্রতিদিন বিভাগ।।
।। জানুয়ারি সংখ্যা।।
।। বিষয় - শীত মানে-ই পার্বণ - ৪।।
পার্বনের সুখ
পুষ্প সাঁতরা
পৌষ এলে জাড় লাগে
লেপ আর কম্বলে
বাহারি পোষাকে বেশ
ঝোল- ঝাল- অম্বলে।
কে বলে দুখু শীত বেহায়া
পার্বন নিয়ে আসে
সাথে ধানলক্ষীর সোহাগ
আনন্দ আয়েসে।
মিষ্টি আর ফলাহারে সুখ
মকর সংক্রান্তি
পিঠে আর পায়েসে তে
অনাবিল শান্তি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন