।। প্রতিদিন বিভাগ।।
।।জুন সংখ্যা।।
।।বিষয় -' রথযাত্রা'—১।।
রথের মেলা
সুধাংশুরঞ্জন সাহা
মিতালি শোন আমার সাথে
রথের মেলা যাবি?
মাটির শাঁখ খেলনা গাড়ি
নানা রকম পাবি।
লাল জিলিপি বাদাম ভাজা
কুলপি গজা পাবি,
মেলার মাঠে বসে বসেই
দই ফুচকা খাবি।
মাকেও বল আজ বিকেলে
রথের মেলা যাবো,
তুমিও চলো তোমার সাথে
পাঁপড় ভাজা খাবো।
রথ টানবে অনেক লোক
বাজবে ভেঁপু বাঁশি,
গড়গড়িয়ে এগোবে রথ
সবার মুখে হাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন