লেবেল

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -২১।। কন্যাজন্ম — জয়শ্রী সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -২১।।



কন্যাজন্ম 

জয়শ্রী সরকার 

মা, মা, মিটসেফে ভাত আর মাছের ঝোল রাখা আছে, খাব ?
না, ভাই খাবে। এঁটো বাসনের পাশে কালকের পান্তা আছে। ওটা গিলে রান্নাঘর পরিস্কার করে বাসন মেজে মাঠে গরু আনতে যা।
খেয়েদেয়ে বাকি কাজ সেরে হাসি গরু আনতে গেল। আঁধার ঘনাল। হাসি বেপাত্তা। পুলিশ এলো। এলো সাংবাদিক। খানাতল্লাশি হলো। সকালে খালপাড়ে মিলল হাসির ক্ষতবিক্ষত দেহ । মুহূর্মুহু ছবি উঠলো। হাসি খবর হয়ে গেলো !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন