লেবেল

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। অণুগল্প (মুক্ত) -২০।। কবর — শান্তনু ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  এপ্রিল সংখ্যা।। 

   ।।  অণুগল্প  (মুক্ত) -২০।।



কবর

শান্তনু ঘোষ

প্রচন্ড গরমের মধ্যে বাইক চালিয়ে যেতে যেতে শুভ্র ভাবছিল কোন গাছের নিচে দাঁড়িয়ে সে একটি সিগারেট খাবে। হঠাৎ পথের ধারে একটি বিশাল পাঁকুর গাছের ছায়ায় দাঁড়ায় সে। সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তেই তার চোখে পড়ে পাশে একটি বন জঙ্গলে ভরা জমিতে  সাইনবোর্ড। সাইন বোর্ডে লেখা আছে, হে পথিক, এক মিনিট দাঁড়াও। লেখাটি পড়ে শুভ্র ভিতর থেকে শান্ত হয়ে যায়। মনে মনে  ভাবে কখন কার ডাক পড়ে কেউ জানে না। অথচ আমরা মানুষেরা! এইভেবে দীর্ঘশ্বাস ছাড়ে। কবরের উপর লেখা কথার বুঝতে পারে সে মাহাত্ম্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন