।। প্রতিদিন বিভাগ।।
।। জুলাই সংখ্যা।।
।। লিমেরিক পর্ব— ৪।।
জীবন সরখেল এর লিমেরিক
১.
ফাও
দোকান হাটে চাই যে সদাই একটুখানি ফাও
দাম ওজনে এদিক ওদিক মিষ্টি মুখের ভাও
ঘুরতে গিয়ে বাড়তি ঘোরা
ফুলের সাথে বাড়তি তোড়া
না চাইতেও গিন্নি নেতার ফ্রি বাতেলা দাঁও!
২.
ঝুনো নারকেল
রোজ সকালে করেন শুরু কুন্ডু বাবুর বৌ
নাচন কোদন দাপাদাপিই মঞ্চ সফল ছৌ
টাকাপয়সা গয়নাগাটি
খাবার নিয়েও ঝগড়া ঝাটি
তবে রূপে ধনে তিনি মৌবনেরই মৌ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন