লেবেল

বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২১।। জয়শ্রী সরকার-র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ২১।। 





জয়শ্রী সরকার-র  কবিতা 


 ১. 

সান্তা, তুমি একটু শোনো 



সান্তার বেশে মর্ত্যে এলে ভগবান প্রভু যিশু,
ওদেরকে তো আশিস দিও, ওরাই আলোর শিশু !

পথের ধারের শীর্ণ শিশু ফ্যালফেলিয়ে চেয়ে
তোমার যাদুকাঠির পরশ ধন্য হ'তো পেয়ে !

দেখো, ওদের দুই চোখেতে জ্বলছে যে এক আলো
সান্তা তুমি ওদের জন্য আশার প্রদীপ জ্বালো!

 

           
 ২. 

বড়দিনের সান্তা


কী করে যাবে সান্তা বলো তো?
ওরা থাকে ঝুপড়িতে
সান্তা থাকে যে অনেক আয়েসে, কেন যাবে খুপড়িতে  !

সান্তার চলা জেনে রাখো শুধু তারাদের আশেপাশে
যার যত আছে সান্তারই কাছে তবু আজ ছুটে আসে !

কনকনে শীতে আদুল শিশুরা পথের ধারেতে শুয়ে 
জুবুথুবু হয়ে হাড়হিম দেহে পড়েছেই যেন নুয়ে !

সান্তার ঝুলি খোলে না কখনো পথশিশুদের পেলে
খুসবু ছড়িয়ে চলে যায় সে তো নিদারুণ অবহেলে !

বড়দিনে কেক পায় না তো ওরা, পায় শুধু পোড়া রুটি
বিপুল বিশ্বে নিঃস্ব ওরা যে, অসহায় ছোটাছুটি !

তোমার আশায় চেয়ে থাকে ওরা, ওরা যে আলোর শিশু
প্রাণের পরশ দিয়ে যাও শুধু ভগবান রভু যিশু  !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন