লেবেল

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২০।। শরীরে রক্তে অমরত্বের আলো - বিকাশ চন্দ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ২০।। 



 

শরীরে রক্তে অমরত্বের আলো

বিকাশ চন্দ


পৃথিবী দেখেছে বুকের রক্তে চুইয়ে নামে ভালোবাসা
শরীরের ভাঁজে পেরেকে লুকোনো আত্মার প্রেম

বিষাদ ছিলনা নির্মল মুখে দানবেরা দেখেছিল
বেথলেহেমের নক্ষত্রের রাত জানে
রূপান্তরের দেহে শাস্বত আলোয় সূর্য অবাক
শরীরের ভাঁজে অলৌকিক ক্ষমা সুন্দর স্রোত 

এক রাত্রি দেখেছিল সপ্তর্ষি হাসি
সর্বস্বান্ত হৃদয়ও নি:শব্দে বিশ্বাসে বাঁচে
একদিন সূর্যের ভোর আসবে সাদা পায়রার ডানায়
ফুলের পাঁপড়ির মতো করুণা মহিমা
নীরবে দাঁড়িয়ে দু'হাত বাড়িয়ে ডাকে
আকাশ থেকে নামে শুদ্ধ রক্তে শিক্ত করুণা ধারা

দেবদূতেরও ক্ষমতা ছিল না এড়ানো রাজ রোষ
নক্ষত্র লোক দেখে উচ্ছ্বাসে উড়ে যায় দেবশিশু 
এর সাথেই আমাদের বেঁচে থাকা প্রেমে ও বিষাদে
কেউ জানেনা ঈশ্বরের আবির্ভাব কেমন
অসংখ্য বাক্যহীন নিরবতা খোঁজে স্মিত হাসি
বিশ্ব লোকে বিষ্ময়ে দেখে 
শরীরে রক্তে অমরত্বের আলো 






 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন