।।আলোর উৎসব--১৪।।
গোবিন্দ মোদক-এর কবিতা
১.
আলোর উৎসব
চলে যেতে যেতে যতো – শিউলিরা বলে যায়
শারদ অবকাশ হল শেষ —
তবু মনে কিছু স্মৃতি – কিছু ক্ষণ কিছু কথা
রয়ে গেল আলোর আবেশ।
সেই সুর ধরে আজ – আসছে যে দীপাবলি
আলোর উৎসব বটে তাই —
রেখো তাকে সযতনে – আলোর প্রদীপ জ্বেলে
এই কথা শুধু বলে যাই।
জ্বালাও মনের আলো – আঁধার ঘুচুক যতো
সার্থক আলোর উৎসব —
কালিমা দূরে যাক – সব কিছু আলো পাক
বাজুক জীবনের কলরব।
২.
আলোকের এই ঝর্ণাধারায়
কিছু স্বপ্নের ঘোর কেটে গেলে
বিষণ্ণ মন নতুন করে আলো খোঁজে
তখন নতুন আয়োজন
নিজেকে আবার সাজানোর পালা
হারিয়ে ফিরে পাওয়ার পালাগান
অতএব এসে যায় আলোর উৎসব
আকাশপ্রদীপের মৃদু আলো
কখন যেন চুপ করে ছুঁয়ে যায়
মাটির কাছাকাছি কোনও হৃদয়
জ্বলে ওঠে দীপ, মোমবাতি, রংমশাল
তখন আলো, আলোর রোশনাই …
এসো আলোকিত হই চেতনা ও মননে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন