।।আলোর উৎসব--১৫।।
আলোমায়া
পুষ্প সাঁতরা
আকাশ লিখে আলো পুরান
ব্রহ্মচারী আঁকা শব্দ
রৌদ্রদহনে বল্কল বাতি
মায়াভরা শিশু পদ্ম।
যে পথে স্থির বাতাস
ঘুমিয়ে জলের ভিতর
আলো চুরি করে অনুভবে
একান্ত আপন পরিকর।
চুপিসারে মহা শ্যাম লতা
কার্তিকের অহিংস আশ্রয়ে
মুন্ডমালা ফেলে মেঘেলি জিহ্বা
মায়াআলো শয়ে শয়ে।
ব্রহ্মচারী আঁকা শব্দ
রৌদ্রদহনে বল্কল বাতি
মায়াভরা শিশু পদ্ম।
যে পথে স্থির বাতাস
ঘুমিয়ে জলের ভিতর
আলো চুরি করে অনুভবে
একান্ত আপন পরিকর।
চুপিসারে মহা শ্যাম লতা
কার্তিকের অহিংস আশ্রয়ে
মুন্ডমালা ফেলে মেঘেলি জিহ্বা
মায়াআলো শয়ে শয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন