উন্মুক্ত কবিতা -২৮
শান্তনু ঘোষের কবিতা
১
নির্ভয়
মৌন থাকার সময় শেষ হলে, রক্ত
গরম হয় শিরা-ধমনীতে
বুকে সমস্ত সাহস এক করে
গোপন বোঝাপড়ার হাঁড়ি ভাঙি রাস্তায়।
২
উজান
আদৌ ভবিষ্যৎ বলে কিছু কী হয়?
হাজার হাজার বছর ধরে মানুষ সেই স্বপ্নে বিভোর,
শিল্পী যেমন হয়ে থাকে তুলিতে বুঁদ।
৩
মুখোশ
আমাদের মুখ অতীব সরল ও সুন্দর
বস্তুত আমরা কতখানি জটিল ও ক্রুর
নিজের থেকে জানে না তা কেউ বেশি
৪
বিদ্রোহ
বিদ্রোহ তো মানুষের জন্ম গত
নিভে যাবে না জল ঢাললে আগুনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন