শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -২৮ ।। শান্তনু ঘোষের কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



উন্মুক্ত কবিতা -২৮




শান্তনু ঘোষের কবিতা 


নির্ভয়

মৌন থাকার সময় শেষ হলে, রক্ত 
গরম হয় শিরা-ধমনীতে

বুকে সমস্ত সাহস এক করে
গোপন বোঝাপড়ার হাঁড়ি ভাঙি রাস্তায়।


উজান 

আদৌ ভবিষ্যৎ বলে কিছু কী হয়?
হাজার হাজার বছর ধরে মানুষ সেই স্বপ্নে বিভোর,

শিল্পী যেমন হয়ে থাকে তুলিতে বুঁদ।


মুখোশ

আমাদের মুখ অতীব সরল ও সুন্দর
বস্তুত আমরা কতখানি জটিল ও ক্রুর
নিজের থেকে জানে না তা কেউ বেশি


বিদ্রোহ

 বিদ্রোহ তো মানুষের জন্ম গত
নিভে যাবে না জল ঢাললে আগুনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন