শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -২৯ ।। শিউলি আমার — প্রদীপ কুমার চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



উন্মুক্ত কবিতা -২৯



শিউলি আমার

প্রদীপ কুমার চক্রবর্তী 


শিউলি এমন থোকায় থোকায় গন্ধ ছড়ায় 

শিউলি দেখি ভোরের আলোয় মন কেমন

শিউলি ভাসায় স্নিগ্ধ মায়ায় নতুন গান

শিউলি সে যে প্রতিদিন আসে প্রেম ক্ষুধায়।


শিউলি আমার শারদ স্মৃতির অহংকার

শিউলি সারে শিশিরেতে স্নান রোজ প্রাতে 

শিউলি আগায় হলুদ বাঁশির সুর শুনি

শিউলির মুখে মুগ্ধ হাসিই অলংকার।


শিউলি জানে প্রতিদিন কিসে অঙ্গরাগ

শিউলির চোখে সোনালী স্বপ্ন নতুন দিন,

শিউলি জাগে আলোকিত ভোরে ঊষার সাথ

শিউলির প্রাণে যৌবন দোলা প্রেম সোহাগ ।


শিউলি ফোটে গভীর নিশীথে মাতাল বন

শিউলির ঠোঁটে মোহ মাদকতা উদ্দাম টান

শিউলি আমার হৃদয় সাগরে উতল ঘেউ

শিউলি মেটায় অনন্ত সাধ  উদ্দীপন।


শিউলির বুকে সুগন্ধী সুধা বিহ্বল সুর

শিউলি ফোটে হাজারে হাজারে নম্রতায়

শিউলি পেয়েছে নিখিলের ডাক স্ফূর্তিময়

শিউলির ঝরা নিত্য ব্যথায় জীবনপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন