রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -৩০।। বিকাশরঞ্জন হালদার এর কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



উন্মুক্ত কবিতা -৩০



বিকাশরঞ্জন হালদার এর কবিতা 

১. 
বিপন্ন এখনগুলোকে, যত্ন করে ঢেকেছে দ্বি-প্রহর। না, কোনো ঘুম দিয়ে নয়। শুধু মৌন, জেগে ওঠে, নীরব-সংলাপে


২.
উদ্দাম পাহারা, মৃত সম্পর্কের সংখ্যা বৃদ্ধি করে, একান্ত অন্ধত্বে তার প্রাণান্ত প্রয়াসে

৩.
অপরূপ গোপন-গার্হস্থ্যে ফিরে পাওয়া বিহ্বল।  নিঃশব্দে নির্মাণে, স্বপ্ন খেয়ালি

৪. 
শিরনামহীন সম্পর্কে জ্যোৎস্না উড়ে আসে। সোহাগে আবাহন! গুচ্ছ-ঘোর, স্নাত হয়, মুগ্ধ-নিশ্চুপে!

1 টি মন্তব্য: