লেবেল

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -১৩।। সৌহার্দ সিরাজ - আগরতলার বাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতা -১৩





সৌহার্দ সিরাজ

আগরতলার বাস


রাস্তার ধার থেকে একটু ভেতরে উচু উচু ইমারত
সম্ভ্রান্ত, শৈল শিল্পের চমৎকারিত্ব!
রাস্তার নাম খুঁজে পাওয়া দুস্কর হলেও
হাওয়াটা অন্যরকম, ভালোলাগে

একজন হাত উচিয়ে বললেন, অনিরুদ্ধ বুঝে আমাকে বলে যেও
পোস্টারের নামগুলো সব ঠিকঠাক আছে কি না

ভাইয়ে ভাইয়ে এতটা মিল অনেক বছর পরে দেখলাম
কিন্তু কোথায় যেন কোথায় একটা
তার
ঠিকমতো বাজছে না,

ইঁদুরের কোনো ছায়া নেই
কাকের কোনো শব্দ পেলাম না
উগরানো ধোঁয়ার উচ্ছ্বাস নিয়ে আগরতলার কোনো বাসকে হাঁটতে দেখলাম না
নেটিভস আর ট্রাইবালদের পার্থক্য বুঝতে বুঝতে
ছুটি আমার শেষ

এত পাতার ভিড় এত সবুজ বুঝিনি  আগে
রাণী পুকুরের ঘাটে সন্ধ্যার বাতাস গেয়ে শোনালো বাংলাদেশের গান
অগত্যা বাস না পেয়ে কবিতা ক্যাম্পাস আর আমি
পায়ে হেঁটে হেঁটে ভগৎ সিং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন