স্বাধীনতা বিষয়ক কবিতা —১০
পথ হাঁটে 'পথ'
বিকাশরঞ্জন হালদার
আরও কিছু পোড়া কাঠ বেঁচে থাক বুকে,আরও কিছু শ্মশান জন্মাক!
এখানে নির্ভারতা নেই
দাউ-দাউ পুড়তে থাকে, গাছে বাঁধা কত 'মা' বিচিত্র সন্দেহে! লুট হয় ঝুপড়ির ইজ্জত! দিনের আলোও তা জানে। অপাপ-শিশুর থ্যাঁতলানো শরীর ছিঁড়ে খায়, রাস্তার কুকুর
ঝাঁকড়া-নিষেধ দুঃসাহসে প্রেমের গলাটিপে মারে নির্দ্বিধায়!
এই তো স্বাধীনতা
দামিনী'রা মরে। জ্বলন্ত বাতি হাতে পথ হাঁটে 'পথ
পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু বিষ আর বিষের ছোবল!
স্বাধীনতা'কে অবিশ্বাস করি। লজ্জায় ঢাকা পড়ে মুখ, তাকাতে পারি না!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন