স্বাধীনতা বিষয়ক কবিতা -২৭
স্বাধীনতা
সোমা চক্রবর্তী
রক্তক্ষয়ী সংগ্রহ আর আত্মত্যাগের নাম স্বাধীনতা।সব পিছু টান পিছনে ফেলে, বিপ্লবীরা ঢেলে দিয়েছে নিজের বুকের রক্ত, এই ভারত মাতার বুকে! ভিজে গেছে ভারতের মাটি। পরাধীনতার শৃঙ্খল হতে, ভারত মাতাকে স্বাধীন করার একটাই শব্দ- " বন্দেমাতরম"। হাসতে হাসতে কত মহান প্রাণ পরেছে ফাঁসির দড়ি, নির্দ্বিধায়! হয়েছে শহীদ। সয়ে গিয়েছে ব্রিটিশের অত্যাচার আর অসীম যন্ত্রণা। একটাই মন্ত্র " বন্দেমাতরম "।
আজ ফিরে আসুক আবার সেই বিপ্লবীদের স্বপ্নমাখা আত্মত্যাগের গরিমা, আমাদের মনে। সমগ্র ভারতবাসী, সার্থক করে তুলুক, শহীদের রক্তে রাঙ্গানো সেই স্বাধীনতার প্রকৃত অর্থ। তবেই সার্থক হবে আমাদের ভারত বন্দনা, আমাদের স্বাধীনতা-দিবস উদযাপন।
আসুন, একসাথে গাই ভারতের জয়গান। একসাথে বলি- " বন্দেমাতরম "।
প্রতিধ্বনিত হোক সমগ্র ভারতবাসীর মনে, চিন্তায়, মননে, প্রতিফলনে
শ্রদ্ধা ফুল হয়ে ঝরে পড়ুক, আমাদের মহান শহীদ-স্মরণে!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন