লেবেল

শনিবার, ৬ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ —১৫ ।। রঞ্জন ভট্টাচার্য -এর — চারটি কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



উন্মুক্ত কবিতাগুচ্ছ —১৫



রঞ্জন  ভট্টাচার্য -এর  চারটি কবিতা 



১.

দায়


তোর চোখের ইশারা  কি যে বলে 
বোঝা দায় 
কোমল  মনের যে কমল এখনো আধ ফোটা
চলনে যে ঢেউ খেলে উথাল পাথাল 
তবুও কোথায় যেন হায়
কী যে বোঝা দায়!


২.
ভালোবাসা


নিছক-ই  ভালোবাসি কথাটি 
কচু পাতার উপর এক ফোটা জল 
যা জীবন বৃন্তে কখনো স্থায়ী নয় 
এটা বলা না বলার উপর ভালোবাসা নির্ভর করে না। 
এক পলকেই তা পরিষ্কার বৃষ্টি হবে কি-না।



৩.
পথ

আমার এ কারাবাস 
তোমার জীবনে সুখকর হোক 
ভ্রমরের গুঞ্জন তো চলবেই
ক্ষতি কি !
শান্তি যদি না পাও 
ওটাই একমাত্র পথ।

৪.
নিরবতা

মাটির প্রদীপটা নিভে গেল 
কারাময় কারাগারে 
সিঁদেল হাওয়া  উঁকি মারে 
শুকনো প্রান্তরে
তোমার অপেক্ষায় থেকে থেকে 
নীরব আমার মন নীরবতার গ্লানিতে দগ্ধে দগ্ধে শেষ 
শুধু তোমার-ই জন্য অপেক্ষার গভীরে ...

1 টি মন্তব্য: