প্রতিদিন বিভাগে
অণুগল্প -৪
সমর্পণ
অলক্তিকা চক্রবর্তী
সকাল হতে না হতেই রোজ বাবা ছেলেকে ফোন করে। ছেলে বাবার ফোন পেয়েই পড়াশুনাতে মনোযোগ দেয়। মা মরা ছেলে। ছেলের ভালোর জন্য কলকাতার বাইরে পড়াশোনার জন্য রেখে আসে। কিন্তু বাবা মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে ছেলেকে ফোন করতে ভুলে যায়। ছেলে মানসিক যন্ত্রণাও কষ্ট পায়।
সে কলমের খোঁচায় রক্তাক্ত করে নিজের অস্তিত্বকে তার খেরোর খাতায়।
এরপরে সে কী করবে ফোন? নাঃ, সে চায় মন ।আজ মা বেঁচে থাকলে কী....।ছেলে সিদ্ধান্ত নেয় একটা ,হঠাৎ করে তার বাড়ি পৌঁছে বাবাকে চমকে দেবে। সেভাবে সে নিজেকে তৈরি করে । এমন সময় তার মনে হয়, কিন্তু গিয়ে যদি দেখে তার সেই আগের বাবা আর নেই, বহিরঙ্গেই সে মিশে যাওয়া বাবাকে খুঁজে না পায়। সেই আগের বাবা , যে কোন পুরনো বন্ধুকে লুকোতে জানেনা...। তাহলে সে পৌঁছাবে কার কাছে ?
এবার সে নিজেকে বোঝায়, সচল যে অস্তিত্বটা সে বহন করছে তার কোষে কোষেই তো কত স্মৃতি ,তার বাবার তার মায়ের ।এই সহজ বোঝা পড়ায় সে খুশি হয়। আবারও মন প্রাণ ঢেলে দেয় অক্ষর বিন্যাসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন