লেবেল

শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

বিবেকানন্দ বিষয়ক কবিতা -২২।। উন্মেষণে - বিকাশরঞ্জন হালদার.।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বিবেকানন্দ বিষয়ক কবিতা -২২


উন্মেষণে 

বিকাশরঞ্জন হালদার 


ঘোর-ভ্রান্ত জীব নিয়ত প্রবণ 
অনিবার পার হয়ে বয়ে যাক বিবিক্ত-উদাস 

অন্তবিহীন-অন্ধকার
অস্থির-সময়
তুমি চেতনার উন্মেষণে, জেগে থাকো-দীর্ঘ হও, বিবেকানন্দ বিস্ময়-গৈরিক!

পৃথিবীটা আজও বদলে যেতে যেতে ধোঁয়াটে-ধূসর ক্রমশ ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন