লেবেল

শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -২১ ।। যুগপুরুষ - বাবলু গিরি ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -২১



যুগপুরুষ 

 বাবলু গিরি

                         

হে ভারতবাসী কতটা মনে রেখেছ নরেনকে বিবেকানন্দকে?

মনেপড়ে শিকাগোর সেই আশ্চর্য মানবকে 

ভারতর্ষকে জগতের শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলো 

জানি ভুলে যাবে 

" হে ভারত, ভুলিও না- নীচজাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। "

একথা ভুলে গেছ জানি 

শুধু জন্ম মৃত‍্যু জয়ন্তী মনে রেখে কৃতার্থ করেছ মহামনবকে!


হে ভারতবাসী জেগে ওঠো 

ঐ দ‍্যাখ যুগপুরুষ ডাকছেন, বলছেন -

“জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন