লেবেল

রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

আজ থেকে শুরু হল ... প্রতিদিন বিভাগে... অঙ্কুরীশা-র পাতায়... নেতাজী সুভাষচন্দ্র বিষয়ক কবিতা -১ ।। আজকের কলমে— অমিত কাশ্যপ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -১



কেরী হাইস্কুল 

অমিত কাশ‍্যপ


সেটা একটা কুয়াশা মাখা ভোর

বাবা হাত ধরে ভর্তি করলেন কেরী হাইস্কুলে 

ধারণা খৃস্টান স্কুলে ইংরেজিটা ভালো হবে 

ইংরেজি থাকলেও বেশি বাইবেল, প্রার্থনা সংগীত 

যিশুকে নিয়ে, ছবি থাকত যিশু আর মেরি


তেইশে জানুয়ারি আনন্দের দিন ছিল 

দিদিমণিরা বলতেন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন 

বিশাল ছবিতে মালা দিয়ে গান হত

আজকের গান ছিল অন্য ধরনের, ভাবগম্ভীর পরিবেশ

একটু পর আসত সিঙাড়া আর জিলিপি


আরও পরে আরও পরে আরও পরে 

পাশ ফিরলে তাঁর মুখ, সামনে তাকালে তাঁর মুখ 

পেছনে এক সমুদ্র স্মৃতি, জীবন্ত সংগ্রাম 

পাশ কাটানোর কোনো ইতিহাস নেই 

পাশে পাশে তেইশে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন