লেবেল

শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায় শ্রদ্ধার্ঘ্য... প্রথম নায়ক নেতাজি -৪।। দীপক বেরা।। Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 




প্রথম নায়ক নেতাজি -৪

দীপক বেরা 




ফিরে এসো সুভাষ 


আজ, ২৩-শে জানুয়ারি'র সেই পুণ্যদিন
তুমি জন্মেছিলে আজ, নেতাজি সুভাষ
জন্মেছিলে, হেঁটে যেতে এক আগ্নেয় স্পর্ধায়
পরাধীনতার গ্লানিমাখা অমসৃণ দীর্ঘ পথ
সে'দিন মিশে গিয়েছিল তােমার পায়ের তলায়
একরােখা লেলিহান আগুন হয়ে তুমি
মানুষের অধিকার বুঝে নিতে চেয়েছিলে,
স্বার্থান্বেষীরা অবশ্য ধরেছিল ভিন্ন পথ
তােমার আদর্শকে পিছনে ফেলে।
তুমি অনন্ত পথ পাড়ি জমিয়েছিলে
মাটিতে-আকাশে, কোথাও জলের উপর ভেসে
আজাদীর ডাক দিয়েছিলে দেশ থেকে ভিনদেশে।
আজ, ভারতবর্ষ নামক ভূখণ্ড স্বাধীন হয়েছে,
কিন্তু, ভারতবাসীর বুকে আজও পরাধীনতার গ্লানি
দেশবাসীর বুকের ভায়ােলিনে আজও তাই
শুধুই বেদনার সুর শুনি!
তোমার "আজাদ হিন্দ ফৌজ"-এর
উর্দির আড়ালে যে মহান হৃদয় ছিল,
আর, জলপাই রঙের মৌন আভায়
লুকিয়ে রেখেছিলে যে পবিত্র আলাে,
তা দেখতে দাঁড়িয়ে আছে আসমুদ্রহিমাচল। 

আজ, ২৩শে জানুয়ারি'র পুণ্য প্রভাতে --
ভােরের সূর্যটাও দাঁড়িয়ে আছে অপেক্ষায় 
মেঘও উড়ে চলেছে নীল থেকে নীল দিগন্তে
তার বীরসেনানী, নেতাজিকে কুর্নিশ করবে বলে
তুমি ফিরে এসাে 'সুভাষ', আমাদের এই মহা-দুর্দিনে
আজ, মহা-বিপ্লবের এক মহা-আয়ােজনে
নিয়ে এসাে সাথে করে আমাদের সাধের
বহু আকাঙ্ক্ষিত, -- সেই বন্দিত স্বাধীনতা! 







২টি মন্তব্য: