লেবেল

শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শুধু কবিতায়...প্রথম নায়ক নেতাজি-৩।। মণিদীপা নন্দী বিশ্বাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





প্রথম নায়ক নেতাজি-৩

মণিদীপা নন্দী বিশ্বাস



আজন্ম লালন


চলে যাব বলে আসিনি। স্তব্ধ আঁচলে নদী ঢেউ

সবুজ বাগান থেকে নিমেষে লতানে গাছে ফুল

তার রঙ কখনো সাদা কখনো বিস্তর হলদে

মন থেকে মনে বয়ে যেতে যেতে দেখি এখনও আছ নিস্তরঙ্গ জলে কিছু রঙীন সময়


আমাকে দু'হাতে তুলে ফেলে দিচ্ছ বলে পোকাদের গন্ধ ওঠে

আমাকেও ঐ কীটানু কীট ভেবে ভেবে তুলে নিচ্ছ

 দু আঙুলে! নি:শেষে পাগলামি শুধু বুক তোলপাড়

 শব্দ কথায়! এরকম হবে জানা ছিলনা, শাশ্বত

হেঁটে যাওয়ার শপথ ছিল, আর ছিল কিছু অঙ্গীকার কেন বিস্তৃত ডিকশেনারি ঘেঁটে ঘেঁটে আমাকেই নির্বাচন! দেখ অক্ষর টানে দৌড়ে যেতে পারি


আঙুলের টানে, কলম যাপনে থাকে আজন্ম লালন।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন