।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৪।।
প্রত্যভিজ্ঞা
জীবন সরখেল
অস্থিরতার প্রারব্ধ দেওয়ালেও প্রজাপতি বুনে যায় সবুজ সংলাপ
শস্য কেটে ফেলার পর উচ্ছিষ্ট শরীরে পড়ে মোমের আগুন প্রলেপ!
প্রলোভনের কেরোসিন শিখা স্বার্থচাঁদের সন্তান দত্তক নেয়;
হেরে যাওয়া অবনমনের ভোর পেছন দিকেই যেন এগিয়ে যায়
আত্মসুখ ভোগ রোগ প্রবঞ্চনা চক্রের অবশ্যম্ভাবী যাঁতাকলে সঙ্গ দেয় উন্নাসিকতা ফোড়ন নাকি মায়াবী মায়ামোহজাল ?
তবু ঠিক একদিন হাতে হাত মিলিয়ে ঘাম রক্ত অশ্রু মেশা নোনাজলের লাল চোখে বেঁধে দেবোই প্রত্যয়ী বিবেক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন