লেবেল

রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৩।। পিছুটান — অজিত দেবনাথ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।।  প্রতিদিন বিভাগ।। 

।। নভেম্বর সংখ্যা।। 

।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৩।। 




পিছুটান

অজিত দেবনাথ 


পচনশীল বিকারে ঢাকে মুখ ও মুখোশ 

কীটদষ্ট চিন্তা জীবাশ্মের মতো ঠোঁট নাড়ে

গলিত তরল লাভার স্রোতে

দগ্ধ  আত্মার ফিসফিস

শূন্য ও ভ্রান্তিময় এক আত্ম প্রবাঞ্চনা

রূপান্তরিত হয় না  চিন্তার কোরক

হস্তান্তর হয় কি ধ্যানের স্তবক?

শুধু এক চক্ষুষ্মান দোলক

পেণ্ডুলামের মতো নিত্য দোলে

আকাশের শান্ত জ্যোৎস্নায় বাজে না আড়বাঁশি 

নত হয় না গাছের পাতা

শুধু খাদ্য ও খাদকের অসম লড়াই

টুকরো টুকরো অমার্জিত সুখ

বোধের বুদবুদ, প্রতিবিম্ব

কিছুই পরিশ্রুত নয়

অন্তঃসারশূন্য এক নিশ্বাস

প্রাণবীজ হয়ে ওঠে না

জাগে না আহুতির আততি

প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে পিছুটান,   কেবল পিছুটান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন