লেবেল

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৬।। জলীয় — সুজিত রেজ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।।  প্রতিদিন বিভাগ।। 

।। নভেম্বর সংখ্যা।। 

।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৬।। 




জলীয়

সুজিত রেজ 


চলনবিলের ঠাট উবু হয়ে শুয়ে আছে অস্থায়ী বেঘাটে।
কার্তিকের হাত সরস্বতীর বীণা দক্ষিণ-বামে চিঁড়েচ্যাপ্টা।
এক হাঁটু জলে ঠায় দাঁড়িয়ে মাগুরচোর বিড়ি দিয়ে কান খোঁটে।

বিজয়া সেরে , পারুলকাকির মেয়ে শ্বশুরবাড়ি যেতে যেতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে , হাতে তার শলাখাঁচা , জোড়া টিয়া তাতে।

আলতো জিভ বের করে  , ভাতের হাঁড়ির কালো খোলস ছাড়ায় বাগদি মাসি কমলা। বিধবা তবু শরীর যেন ইস্পাত।

আটা চাকির শাদা ধুলো চাদরের মতো জড়িয়ে , আমার ছোটকাজারুল গাছের নীচে , ডানা দুটো লুঙিতে ঢুকিয়ে , বক সেজেঅপেক্ষমাণ ; কখন ইস্পাত ছুঁড়ির মরচে তোলা শেষ হবে।

বাতাস ও হাওয়া সখ্য রসে মশগুল , সুয্যি যদিও যায়নি পাটে; কাশবনে দোল  খেতে খেতে সুর ভেজে নেয় গৌরচন্দ্রিকার।

চলনবিলের জলে তিরতির করে কাঁপে কথা-কথিকার জপমালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন