প্রথম নায়ক নেতাজি -৫
নীতা কবি মুখার্জী
মহান দেশের মহান নেতা(নেতাজি)
মহান দেশের মহান নেতা নেতাজী সুভাষ তুমি
তোমার চরণ পরশে আজকে ধন্য ভারতভূমি।
ধন্য মাতা দেবী প্রভাবতী, রত্ন-গর্ভা তিনি
জানকীনাথ পিতা যে তোমার, মহান পুরুষ যিনি।
পিতৃকূল ধন্য হয়েছে তব শুভ আগমনে
মাতৃকূলও সমপরিমাণে গর্বিত মনেপ্রাণে
তোমার মতন মেধাবী ক'জন আছে এ ভারত-দেশে?
দেশমাতৃকার শৃঙ্খল মোচনে ব্রতী হলে অক্লেশে।
আঘাতের বদলে হানবো আঘাত এই তো তোমার নীতি
ভারতবাসীরা ভীরু নয় তাই, নাই যে মৃত্যু-ভীতি
রক্তের বদলে স্বাধীনতা পাবে ,ঘোষণা করলে যবে
ভারত-মাতার বীর পূজারীরা জাগ্ৰত হলো তবে।
দলে দলে সব পতঙ্গের মতো যোগ দিলো সংগ্ৰামে
সাদা চামড়ার ব্রিটিশ-রাজারা ভয় পেয়েছিলো মনে
ব্রিটিশের দেওয়া মহান চাকুরী দিলে যে বিসর্জন
দৃষ্টান্ত হয়ে ইতিহাস হলো, মানলো সর্বজন।
আমার দেশের মীরজাফর আর চাটুকারী দলবল
চেষ্টা করলো বিফল করতে, ভাঙ্গতে মনের বল
আজাদ হিন্দ ফৌজ, প্রমীলা বাহিনী, তোমার সৈন্যদল
স্বাধীনতা দিতে বাধ্য করেছে, বিপ্লব হয়েছে সফল।
"চলো দিল্লী"অভিযান দিয়ে গড়লে মুক্তি ভীত
জনগণ সব একই সুরে গাইলো দেশের-গীত
নেতাজী তোমায় ভুলিনি কখনো, ভুলবোনা কোনোদিন
নিঃস্বার্থ নেতা নাই দেশে আজ, শুধবে তোমার ঋণ
তোমার মতন সাহসী, মেধাবী, রত্নসম সন্তান
জন্ম নিক এই দুর্ভাগা দেশে, বাঁচাক দেশের মান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন