আলো উৎসব- ৪৪
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
১.
দেওয়ালি
জাদুকাঠি আছে আমার
হালকা ধাতুর মতো রাত্রির পিঠে
শশাফুলের গান সাজতে পারি
তির্যক শূন্যে লাফিয়ে ওঠে ফুলকি
আর ভ্রান্ত নকশা হয় জেনে
অমাবস্যার রাতে মোমের আঙুল বাড়াচ্ছে আমার মেয়ে
তার বাবা এগিয়ে ধরছে রঙমশাল
দেখেশুনে কাগজের সন্ধে পেতে দিই
ফুরফুরে কমলা শিখায় এবার জ্বলতে জ্বলতে যাচ্ছি
গোল হয়ে হাততালি দিচ্ছে মেয়ের বন্ধুরা
দেশলাই বাক্সও তপ্ত হয়ে ফেটে পড়ছে
ফুলঝুরি গাছ আর টিনের বাজনায়
গল্প করছে ওরা ম্যাজিকের
মশগুল হয়ে আছে রঙের দুধলি আলোয়
দেখছে না কুঁকড়ে এতটুক হয়ে যাচ্ছে গানের জীবন
দেখছে না কাদামাখা মায়া জড়িয়ে যাচ্ছে চেনা বন্দিশে
সুর পুড়ে গেলে তো আর শব্দ হয় না...
২.
আলো -রঙ
অথচ কথার পাশেই স্তব্ধ জমে
জিভতো আগুনশিখা,শব্দ গড়ে ব্রম্ভস্বাদের
ফুলকি উড়তে দেখে চোখ বুজে যায় ঈশ্বরেরও
দেবতা ভয় পেয়ে যায় উল্কাপাতের বর্ণমালায়
অদূরে পর্দাঢাকা মঞ্চ ঘোরে
যেখানে ভ্রান্তি মেশে বিজন এবং অন্ধকারে
মঞ্চে নাচ শুরু হয় শয়তান এবং যাদুকরের
রাত্রির বৃক্ষগুলি উর্ধগামী, নৃত্যরত
শেকড়ও পাতাল ফুঁড়ে ছুটতে থাকে দিগ্বিদিকে
যে লেখা রঙের কাছে ফিরতে চেয়ে পথ হারালো
জানেনা ঘরের দেওয়াল,ইজেল এবং শূন্যপাতা
বেবাকই খা খা করে, ঘুম আসে না গ্ৰন্থরাজির
তুলিরা জ্যান্ত হয়ে রঙের নেশায় উড়াল দিয়ে
এঁকেছে যেসব ছবি অসঙ্গত সে পাগলামোয়
নিজেরই আঙুল জ্বেলে মোমের মত জন্মদিনে
রেখেছি শান্ত আলো সমাধি ও দরগা জুড়ে...
🙏🏻 লেখা আহ্বান🙏🏻
-------------------------------------------------
*পাঠকের আপনজন* *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা*
✍🏾*হেমন্তের সকাল* বিষয়ক কবিতার আহ্বান*
✍🏾এই পর্ব চলবে ৫ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত।
✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে 'হেমন্তের সকাল ' বিষয়ক কবিতা।
✍🏾এই পর্বে দুটি করে কবিতা পাঠাবেন।
✍️✍ মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন।
🙏এই বিভাগের লেখা মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না।
🙏এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন।
✍🏾 এই পর্ব চলবে ৪ই নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত।
👇🏾আপনি আপনার 'হেমন্তের সকাল' বিষয়ক কবিতাটি আজই মেল করুন👇🏾
ankurishapatrika@gmail.com
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
দুটি কবিতাই খুব সুন্দর। আপনার কবিতা
উত্তরমুছুনদেশ পত্রিকার শারদীয় ১৪২৮ এ প্রকাশিত
'স্নান' অসাধারণ একটি কবিতা। খুব ভালো লাগলো।