লেবেল

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

আজ থেকে শুরু হল অঙ্কুরীশা-র পাতায় আলোর -উৎসব বিষয়ক কবিতা।। আজ কলমে — কবি বিকাশরঞ্জন হালদার।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




শুধু  কবিতায়...


আলোর—উৎসব -১

বিকাশরঞ্জন  হালদার 




গেরুয়া হয় ক্রম-রাত্রি 



আলোর  পটভূমিতে অন্ধকারের সজ্জিত  সমাগম। উজ্জ্বল-প্রজ্জ্বল। অনন্ত রাত্রি ধেয়ে যায়। শ্যামা-শ্মশান, চিতাকাঠ। শোকের  ইন্ধনে পোড়ে বুক। বাজি পোড়ে। এরই মাঝে অর্চনা। মাতৃ-আরাধন। চেতনায় নির্বিবাদ। পায়ের তলায় পড়ে থাকে ধৈর্য্য-ভৈরব। গেরুয়া হয় ক্রম-রাত্রি। কাল-রাত্রি। আশ্চর্য আকাশের নীচে অন্বিষ্ট-সময় থমকায়! 














*পাঠকের আপনজন*  *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা* 
--------------------------------------
 ✍🏾*আলোক- উৎসব* বিষয়ক কবিতার  আহ্বান* 

🙏🙏লেখা আহ্বান🙏🙏


✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে 'আলোক- উৎসব'  বিষয়ক  কবিতা

✍🏾এই পর্বে  দুটি করে কবিতা পাঠাবেন।  

✍️✍  মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 

🙏এই বিভাগের  লেখা   মৌলিক ও অপ্রকাশিত হতে  হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না।

 🙏এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। 


✍🏾 এই পর্ব চলবে ১৬ই অক্টোবর  থেকে  ২রা  নভেম্বর  পর্যন্ত। 

👇🏾আপনি আপনার  আলোক- উৎসব বিষয়ক  কবিতাটি আজই মেল করুন👇🏾
ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

🙏

৩টি মন্তব্য: