লেবেল

শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর -উৎসব - ২।। দুর্গাদাস মিদ্যা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আলোর -উৎসব - ২

দুর্গাদাস মিদ্যা 





১.

মহাকাল

       
 অন্ধকার হাতড়ে হাতড়ে 
 যতটুকু আলো পেলাম
 তা যে আলেয়া সে কথা 
বুঝেছি এখন। তাই আলো
 আজ অপসৃয়মান অণু কণা। 
 এই যে এতো দেব দেবীর পদলেহন
 তারা কী এমন লেহ্য পেয় পানীয় দেয়
 যা দিয়ে মানুষের ক্ষুধা, তৃষ্ণা দূর হয়? 
 প্রকৃত আলোর উৎস যে জ্ঞান তা ফেলে
 আলেয়ার পিছনে ছুটে চলেছি অনন্তকাল। 
 মহাকাল তাই কালী রূপে অন্ধকার বাড়ায়। 




                     
২.
প্রতি তুলনা

 অহেতুক উৎসবে আকাশ ছেয়ে যায়
 বলেই অন্ধকার পাশে এসে দাঁড়ায়। 
  ঘন বর্ষায়  যেমন নদী জল উচ্ছ্বল হয়
  তেমনি চোখের জলে বানভাসি হয়
  যাবতীয় হৃদয়। 
  শতশত দেব দেবীর পায়ে পুষ্পাঞ্জলি
   দিয়েও দুঃখের হয়নি অবসান তাই মুখ 
  নিয়েছি ঘুরিয়ে তোমাদের উপাসনায়। 
  এই ঘোর অমানিশায় তুমি আলো দেবে
  এ কথা ভাবতেও শিহরিত হয় গা 
  যাবতীয় উপাসনা সব মিথ্যের প্রতি তুলনা। 










*পাঠকের আপনজন*  *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা* 
--------------------------------------
 ✍🏾*আলোক- উৎসব* বিষয়ক কবিতার  আহ্বান* 

🙏🙏লেখা আহ্বান🙏🙏


✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হলো প্রতিদিন বিভাগে 'আলোক- উৎসব'  বিষয়ক  কবিতা

✍🏾এই পর্বে  দুটি করে কবিতা পাঠাবেন।  

✍️✍  মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 

🙏এই বিভাগের  লেখা   মৌলিক ও অপ্রকাশিত হতে  হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য হবে না।

 🙏এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। 


✍🏾 এই পর্ব চলবে ১৬ই অক্টোবর  থেকে  ২রা  নভেম্বর  পর্যন্ত। 

👇🏾আপনি আপনার  আলোক- উৎসব বিষয়ক  কবিতাটি আজই মেল করুন👇🏾
ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

🙏


৩টি মন্তব্য: